clock ,

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের ওপর হামলা

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের ওপর হামলা

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছেন স্থানীয়রা। তারা যুবককে ছিনিয়ে নিয়ে মারধর করেন, যার ফলে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন, এদের মধ্যে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকও রয়েছেন।

তাৎক্ষণিকভাবে অভিযুক্ত যুবকের নাম জান বলে জানা গেছে। পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার মো. হাসান জানান, মারাত্মক আহত অবস্থায় যুবককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন জানান, মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ তাকে আটক করে থানায় নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় এবং ব্যাপক মারধর করে।
ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হন এবং কয়েকজনকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য