যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক ভবনের ওপর একটি ছোটো প্লেন বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ২ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। খবর বিবিসি
গতকাল বৃহস্পতিবার বিকেলে ছোট আকৃতির এ প্লেনটি ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। ফুলার টন পুলিশ বিভাগ এক্স পোস্টে জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ৮ জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, সিঙ্গেলবাহী একটি প্লেন ভ্যানস আরবি-১০ স্থানীয় সময় ২টা ১৫ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। প্লেনটি কি কারণে বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। যে দুই জন নিহত হয়েছে, তারা শ্রমিক নাকি বিমান আরোহী তাও জানা যায়নি।
লস অ্যাঞ্জেলেসের ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত অরেঞ্জ কান্ট্রির প্রতিনিধিত্বকারী কংগ্রেসম্যান লু করেয়া বলেন, ‘যে ভবনের ওপর প্লেনটি বিধ্বস্ত হয়েছে সেটিতে ফার্নিচার উৎপাদন করা হতো।’
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমান বিধ্বস্তে কারখানাটিতেও আগুন ধরে যায়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?