clock ,

কৃষিখাতে গবেষণা ও সক্ষমতা বাড়ানোর আহ্বান কৃষি উপদেষ্টার

কৃষিখাতে গবেষণা ও সক্ষমতা বাড়ানোর আহ্বান কৃষি উপদেষ্টার

কৃষি উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কৃষিক্ষেত্রে বাস্তবভিত্তিক প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে। পাশাপাশি, বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি যান্ত্রিকীকরণে দেশের নিজস্ব সক্ষমতা বাড়ানো জরুরি।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) পরিদর্শনকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, কৃষিক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে এবং এই ক্ষেত্রে কৃষি গবেষণা কাউন্সিলকে নেতৃত্ব দিতে হবে। গবেষণার ফলাফল যদি সরাসরি কৃষকদের কাছে পৌঁছানো যায়, তবে তারা সবচেয়ে বেশি উপকৃত হবে।

সারের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, প্রয়োজনের চেয়ে বেশি সার প্রয়োগ জমির উর্বরতা কমিয়ে দিচ্ছে। ছাড়া, সারের ভর্তুকিতে সরকারকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের কৃষিখাতের অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে খাদ্যশস্যের উৎপাদন ভালো হয়েছে। বোরো মৌসুমের ফলন আশানুরূপ হলে চালের সংকট দেখা দেবে না। পাশাপাশি, আলু পেঁয়াজেরও ভালো ফলন হয়েছে, যার কারণে দাম কমেছে।

কৃষকদের সুবিধার্থে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা জানান, চাষাবাদ টেকসই করতে সার, বীজ, কৃষিজ প্রযুক্তি ফসল বহুমুখীকরণ সংক্রান্ত তথ্য সংবলিত একটি মোবাইল অ্যাপখামারিচালু করা হচ্ছে। এছাড়া, শিগগিরই সবজি ফল সংরক্ষণের জন্য ছোট ছোট সংরক্ষণাগার নির্মাণ করা হবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য