কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন অজ্ঞাত কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ (জিআরপি) সূত্রে জানা গেছে, ভোররাতে চট্টগ্রামগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই তিন কিশোরের মৃত্যু হয়। তবে তারা কোন ট্রেনের নিচে পড়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। পাশাপাশি নিহতদের পরিচয়ও তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
কুমিল্লা সদর জিআরপি আউটপোস্টের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, "ঘটনাস্থল থেকে তিন কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনো পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।"
রেলওয়ে পুলিশ জানায়, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ দুর্ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ওই রেলপথ এলাকাটি অরক্ষিত এবং সেখানে আগেও দুর্ঘটনা ঘটেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
রেলওয়ে পুলিশ ঘটনার বিস্তারিত অনুসন্ধানে কাজ করছে এবং নিহতদের পরিচয় শনাক্তে স্থানীয় থানাগুলোকে অবহিত করা হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?