যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (QS) প্রকাশিত ২০২৫ সালের বিষয়ভিত্তিক বিশ্ব র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (NSU)। বুধবার (১২ মার্চ) কিউএসের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
কোন ক্যাটাগরিতে কোন বিশ্ববিদ্যালয়
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি:
বুয়েট: ৩২০তম
ঢাবি: ৪০১-৪৫০তম
সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরি:
ঢাবি: ৪০১-৪৫০তম
নর্থ সাউথ: ৫০১-৫৫০তম
আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ক্যাটাগরি:
ঢাবি: ৫০১-৫৫০তম
তবে লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন এবং ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি।
QS ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে র্যাংকিং প্রকাশ করত। ২০১০ সাল থেকে তারা এককভাবে এই র্যাংকিং প্রকাশ করছে।
বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য র্যাংকিংগুলোর মধ্যে কিউএস র্যাংকিং অন্যতম।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?