clock ,

কাশ্মীরে পর্যটক বাসে হামলা নিহত অন্তত ২৪

কাশ্মীরে পর্যটক বাসে হামলা নিহত অন্তত ২৪

ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের একটি বাসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা নারী ও পুরুষদের আলাদা করে পুরুষদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল।

ঘটনাটি ঘটে পহেলগাম থেকে তিন মাইল দূরের বৈসারণ পাহাড়ি এলাকায়। বেঁচে ফেরা যাত্রীদের ভাষ্যমতে, জঙ্গিরা জঙ্গল থেকে বের হয়ে হঠাৎ গুলি ছুড়তে শুরু করে। এক নারী বলেন, “তারা স্পষ্টতই মহিলাদের ছেড়ে দিয়ে পুরুষদের লক্ষ্য করছিল।”

ঘটনায় বহু আহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এই ঘটনার পর দেশ-বিদেশ থেকে তীব্র নিন্দা এসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদীর সঙ্গে ফোনে কথা বলে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ বিশ্ব নেতারাও নিন্দা জানিয়েছেন।

হামলার পর দিল্লি ও কাশ্মীরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীসহ প্রধান পর্যটন স্থানে নজরদারি ও চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে।

যদিও কাশ্মীর উপত্যকা দীর্ঘদিন ধরেই সংঘাতপূর্ণ অঞ্চল, তবে পর্যটকদের উপর এমন হামলা বিরল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য