আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কললিস্ট ফাঁস হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রকাশিত কললিস্ট অনুযায়ী, নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, মডেল অ্যানজেনা এলিনসহ একাধিক নায়িকা ও নেত্রীর সঙ্গে তাঁর যোগাযোগের তথ্য উঠে এসেছে। এছাড়া, ময়মনসিংহের নেত্রী কবিতার সঙ্গেও ফোনালাপের তথ্য পাওয়া গেছে।
প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর ৫ আগস্টের আগের ও পরবর্তী সময়ের কললিস্টের সিডিআর কপির আংশিক অংশ প্রকাশ করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছে। সম্প্রতি তাঁর ব্যবহৃত সিমের ট্র্যাক লোকেশন ও কললিস্ট ভাইরাল হলেও এর সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৫ আগস্ট দুপুর ২টা ৪২ মিনিটে তাঁর ফোনের ট্র্যাক লোকেশন ছিল রাজধানীর মোহাম্মদপুরে। তবে তাঁর বর্তমান অবস্থান এখনো অজানা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?