বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে এশিয়ান স্টারস দলের হয়ে অংশগ্রহণ করবেন। এই টুর্নামেন্টে বাংলাদেশের দল 'বাংলা টাইগার্স'ও প্রতিদ্বন্দ্বিতা করবে, যেখানে তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের মতো খেলোয়াড়রা অংশ নেবেন। ১২ মার্চ এশিয়ান স্টারস ও বাংলা টাইগার্সের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে সাকিব ও তামিম মুখোমুখি হবেন।
এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবে ১০ মার্চ, এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। এশিয়ান স্টারস দলের হয়ে সাকিব আল হাসানের সঙ্গে অলক কাপালিও খেলবেন। তাদের সতীর্থদের মধ্যে রয়েছেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম; শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া; এবং আফগানিস্তানের হামিদ হাসান।
বাংলা টাইগার্স দলের খেলোয়াড়দের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।
এই টুর্নামেন্টে সাকিব আল হাসানের অংশগ্রহণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে, বিশেষ করে বাংলা টাইগার্সের বিপক্ষে তার খেলা নিয়ে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?