clock ,

এফবিআইয়ের ডিরেক্টরকে বলিউড স্টাইলে স্বাগত জানালো ট্রাম্প প্রশাসন

এফবিআইয়ের ডিরেক্টরকে বলিউড স্টাইলে স্বাগত জানালো ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে সাধারণ কোনো সংবর্ধনা নয়, ট্রাম্প প্রশাসন তাকে স্বাগত জানিয়েছে বলিউড স্টাইলে!

বৃহস্পতিবার, সেনেট কাশ প্যাটেলের নিয়োগ অনুমোদন দেয়। এরপরই ডোনাল্ড ট্রাম্পের সহকারী ডান স্ক্যাভিনো এক ব্যতিক্রমী উপায়ে তাকে অভিনন্দন জানান। স্ক্যাভিনো এক্স হ্যান্ডলে বলিউডের জনপ্রিয় সিনেমা "বাজিরাও মস্তানি"-এর "মলহারি" গানের একটি সম্পাদিত ভিডিও ক্লিপ শেয়ার করেন, যেখানে মূল চরিত্র রণবীর সিংয়ের জায়গায় কাশ প্যাটেলের মুখ বসানো হয়েছে। ৪৭ সেকেন্ডের এই ভিডিওটি ইতোমধ্যেই ৩০ লক্ষ দর্শক দেখে ফেলেছেন। স্ক্যাভিনো ক্যাপশনে লিখেছেন, "এফবিআইয়ের নতুন ডিরেক্টরকে অভিনন্দন।" ভিডিওর গানের অর্থ, "খুশির গান গাও", যা যেন কাশ প্যাটেলের নিয়োগ উদযাপন করছে।

সেনেটে নিয়োগ নিশ্চিত হওয়ার পর কাশ প্যাটেল প্রেসিডেন্ট ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল পাম বান্দিকে ধন্যবাদ জানান। তিনি এক পোস্টে লেখেন—"মিশন ফার্স্ট, আমেরিকা অলওয়েজ"

গুজরাতি বাবা-মায়ের সন্তান কাশ প্যাটেলের জন্ম ১৯৮০ সালে নিউইয়র্কে।পূর্ব আফ্রিকায় বেড়ে ওঠা কাশ এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।তার নতুন দায়িত্ব হবে এফবিআই পরিচালনা করা এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করা। কাশ প্যাটেল দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। তার নিয়োগ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের ভবিষ্যৎ নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বলিউড স্টাইলে এমন সংবর্ধনা কাশ প্যাটেলের জনপ্রিয়তারও ইঙ্গিত দেয়।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য