clock ,

এনপিআর ও পিবিএস-এর অর্থায়ন বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ

এনপিআর ও পিবিএস-এর অর্থায়ন বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ

ভয়েস অব আমেরিকার (ভিওএ) পর এবার ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) এবং পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের (পিবিএস) সরকারি অর্থায়ন বন্ধে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার জারি করা এই আদেশে তিনি দুই গণমাধ্যমকেপক্ষপাতদুষ্টউল্লেখ করে তাদের সব ধরনের সরাসরি পরোক্ষ অর্থায়ন বন্ধের নির্দেশ দেন।

নির্বাহী আদেশে বলা হয়, “এনপিআর পিবিএস কী দৃষ্টিভঙ্গি তুলে ধরছে তা মুখ্য নয়, বরং তারা করদাতাদের সামনে ঘটনাবলীর সঠিক নিরপেক্ষ উপস্থাপনা করছে নাএটাই মূল বিষয়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ট্রাম্প এই দুই সংবাদমাধ্যমের কড়া সমালোচনা করে বলেন, “রিপাবলিকানদের উচিত তাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা। বামপন্থী দানবগুলো দেশের জন্য ক্ষতিকর।

এই আদেশ অনুযায়ী, কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং (সিপিবি) যুক্তরাষ্ট্রের সব নির্বাহী সংস্থাকে এনপিআর পিবিএস-এর জন্য অর্থায়ন বন্ধ করতে বলা হয়েছে। যদিও এই আদেশ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন।

এনপিআরের প্রেসিডেন্ট সিইও ক্যাথরিন মাহের এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেন, “বর্তমান বাস্তবতায় জনগণের তথ্যের অধিকার রক্ষায় পাবলিক মিডিয়ার গুরুত্ব আরও বেড়েছে।তবে ট্রাম্পের আদেশ নিয়ে এনপিআর এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে, ভয়েস অব আমেরিকার বিরুদ্ধে একই অভিযোগ এনে ,৩০০ কর্মীকে ছুটিতে পাঠানো হয়, যার মধ্যে প্রায় ,০০০ জন সাংবাদিক পরবর্তীতে চাকরিচ্যুত হন। পরে এক মার্কিন ফেডারেল বিচারক এই সিদ্ধান্ত বাতিল করে বলেন, “এটি সংবিধান মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন।

বিশ্লেষকদের মতে, এনপিআর পিবিএস বন্ধের উদ্যোগ ট্রাম্পের নির্বাচনী রাজনীতির অংশ এবং মিডিয়া জগতকে নিয়ন্ত্রণের এক স্পষ্ট প্রয়াস।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য