আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আ ক ম মোজাম্মেল হকসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির চিঠি পাঠানো হয়েছে। চিফ প্রসিকিউটর কার্যালয় আজ বৃহস্পতিবার আইজিপিকে চিঠি পাঠিয়ে তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে বলেছে। অন্যান্য আসামির মধ্যে রয়েছেন ড. হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবীর নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নজরুল হামিদ দিপু, মোহাম্মদ আলী আরাফাত ও মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় ২২টি মামলায় ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জন গ্রেপ্তার হলেও ৮৭ জন পলাতক রয়েছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?