ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনা নিয়ে ব্যস্ততার কারণে বাংলাদেশসহ এশিয়ার পাঁচ দেশে সরকারি সফর স্থগিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গতকাল (সোমবার) ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সফরটি বাতিল করা হয়নি, কেবল স্থগিত করা হয়েছে। অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী মেলোনি সফরটি করবেন।
আগামী ৩০ আগস্ট ঢাকায় সফরের মাধ্যমে এশিয়া সফর শুরু করার কথা ছিল ইতালির প্রধানমন্ত্রীর। পরদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক নির্ধারিত ছিল।
বাংলাদেশ সফর শেষে তার সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরের কথা ছিল।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?