বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রতিযোগিতায় এক নতুন অধ্যায় যোগ করল চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা। প্রতিষ্ঠানটি ভিডিও ও ইমেজ জেনারেশন মডেল ‘ওয়ান ২.১’ উন্মুক্ত করেছে, যা এখন থেকে ওপেন সোর্স হিসেবে সাধারণ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
আগে সীমিত পরিসরে কিছু ডেভেলপারের জন্য এটি চালু করা হয়েছিল, তবে বুধবার থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো। এআই খাতে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যে আলিবাবার এই সিদ্ধান্ত ব্যাপক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি চীনের স্টার্টআপ ডিপসিক তাদের সস্তা ওপেন সোর্স এআই মডেল প্রকাশ করে ব্যাপক আলোড়ন তোলে। এসব মডেলকে ওপেনএআই-এর চ্যাটজিপিটি-এর কার্যকারিতার সঙ্গে তুলনা করা হচ্ছে। এর ফলে, এআই বাজারে নেতৃত্ব ধরে রাখতে আলিবাবাও নিজেদের মডেল উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়। আলিবাবা জানিয়েছে, তারা ‘ওয়ান ২.১’-এর চারটি সংস্করণ প্রকাশ করেছে:T2V 1.3B, T2V 1.14B, I2V 14B–720P, I2V 14B–480P। এগুলোর “T2V” (Text-to-Video) এবং “I2V” (Image-to-Video) মডেলগুলো টেক্সট বা ছবি ইনপুট নিয়ে বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে পারে। 14B মানে হলো, এই মডেলগুলো ১৪ বিলিয়ন প্যারামিটার গ্রহণ করতে পারে, যার ফলে এগুলো আরও নিখুঁত ও উন্নতমানের ভিডিও ও ইমেজ তৈরি করতে সক্ষম। এই মডেলগুলো আলিবাবার ক্লাউড প্ল্যাটফর্ম ‘মডেলস্কোপ’ এবং ‘হাগিংফেস’-এ পাওয়া যাবে। আলিবাবা জানায়, জানুয়ারি মাসে ওয়ান ২.১ মডেলের সর্বশেষ সংস্করণ উন্মোচন করা হয় এবং পরবর্তীতে এর নাম সংক্ষেপ করে শুধু ‘ওয়ান’ রাখা হয়। বাস্তবসম্মত ভিজ্যুয়াল কন্টেন্ট তৈরির দক্ষতার কারণে এই মডেলটি বিশেষ প্রশংসিত হয়েছে। তারা আরও দাবি করেছে যে, ভিডিও জেনারেশন সক্ষমতার ক্ষেত্রে ‘ভিবিবেঞ্চ’ সূচকে শীর্ষস্থানে রয়েছে এই মডেল। এই সূচকটি মাল্টি-অবজেক্ট ইন্টারঅ্যাকশনসহ বিভিন্ন মাপকাঠিতে মডেলগুলোর কার্যকারিতা পরিমাপ করে।
এ ছাড়া, গত মঙ্গলবার আলিবাবা তাদের নতুন রিজনিং মডেল ‘QWQ-Max’ উন্মোচন করেছে, যা ভবিষ্যতে ওপেন সোর্স হিসেবে প্রকাশ করা হবে। এআই ও ক্লাউড প্রযুক্তির বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে আলিবাবা আগামী তিন বছরে ৩৮০ বিলিয়ন ইউয়ান (প্রায় ৫২ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে।
এই বিশাল বিনিয়োগের মাধ্যমে, প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিং-এ নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়। এটি গুগল, ওপেনএআই, মেটা ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।
আলিবাবার এই পদক্ষেপ চীনের এআই শিল্পকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে এবং বৈশ্বিক এআই প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওপেন সোর্স মডেল হিসেবে ‘ওয়ান ২.১’ প্রকাশের ফলে গবেষক, ডেভেলপার ও সাধারণ ব্যবহারকারীরা আরও সহজে উন্নতমানের এআই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?