clock ,

১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক চতুর্দশ সন্তানের পিতা হয়েছেন। তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং বান্ধবী শিভন জিলিস সম্প্রতি এক্স (টুইটার)- ঘোষণা দেন। তাদের নবজাতক পুত্রসন্তানের নাম রাখা হয়েছে সেলডন লাইকুরগুস।

শিভন জিলিস ২০২১ সালের নভেম্বরে প্রথমবারের মতো মাস্কের সন্তানের জন্ম দেন, যমজ সন্তান স্ট্রাইডার আজুর। এরপর ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তাদের তৃতীয় সন্তান আর্কাডিয়া জন্ম নেয়। এবার তাদের চতুর্থ সন্তান জন্ম নিলো।

শিভনের পোস্টে হৃদয়ের ইমোজি দিয়ে ইলন মাস্ক নিজেও এই খবরে সিলমোহর দিয়েছেন। যদিও মাস্ক কখনও তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি, তবে গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে শিভনকে সঙ্গী হিসেবে দেখা গেছে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মাস্কের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন এবং ট্রাম্পের গালা পার্টিতেও মাস্কের সঙ্গী ছিলেন।

১৪তম সন্তানের খবর এমন এক সময়ে এলো, যখন মাস্ক এক আইনি বিতর্কের মুখোমুখি। লেখিকা ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেছেন, তার সদ্যোজাত সন্তানের পিতা ইলন মাস্ক!

৩১ বছর বয়সী অ্যাশলে এক্স- পোস্ট করে জানান, মাস আগে তিনি সন্তানের জন্ম দিয়েছেন এবং তার বাবা ইলন মাস্ক। সন্তানের সুরক্ষার কথা ভেবেই তিনি এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। এই দাবির পর ব্যাপক আলোচনা শুরু হয়।

তিনি আদালতে DNA পরীক্ষার আবেদন করেছেন, তবে মাস্ক এখনও আনুষ্ঠানিকভাবে এই ১৩তম সন্তানের পিতৃত্ব স্বীকার বা অস্বীকার করেননি।

ইলন মাস্ক এর আগে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং তার সন্তান সংখ্যা ক্রমশ বাড়ছে। তার সন্তানদের মধ্যে রয়েছেন- প্রথম স্ত্রী জাস্টিন মাস্কের সঙ্গে পাঁচ সন্তান, সংগীতশিল্পী গ্রিমসের সঙ্গে তিন সন্তান, শিভন জিলিসের সঙ্গে চার সন্তান ও বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ারের দাবি করা একটি সন্তান।

এভাবে ১৪তম সন্তানের আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি, ১৩তম সন্তানের পরিচয় নিয়ে নতুন আইনি জটিলতায় জড়িয়েছেন মাস্ক।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য