clock ,

আইএমএফের ঋণ মিলছে জুনে, মিলল মতানৈক্যের অবসান

আইএমএফের ঋণ মিলছে জুনে, মিলল মতানৈক্যের অবসান

অবশেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। দীর্ঘদিন ধরে বিনিময় হারের নমনীয়তা নিয়ে চলা মতপার্থক্যের অবসান ঘটিয়ে আগামী জুনে ঋণ প্যাকেজের তৃতীয় চতুর্থ কিস্তি ছাড় করতে যাচ্ছে সংস্থাটি।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, ওয়াশিংটনে আইএমএফের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর . আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এই সমঝোতা চূড়ান্ত হয়েছে। এর ফলে ৪৭০ কোটি ডলারের ঋণ প্যাকেজের আওতায় বাংলাদেশ পাচ্ছে ১৩০ কোটি ডলার।

বিনিময় হারে নমনীয়তা আনতে বাংলাদেশ ব্যাংক 'ক্রলিং পেগ' নামের একটি পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতির মাধ্যমে ডলারের বিপরীতে টাকার দরধারায় ধাপে ধাপে সামঞ্জস্য আনা হবে। এই বিনিময়হার সংস্কার কর-জিডিপি অনুপাতে উন্নতি ঘটানো নিয়ে মতবিরোধ থাকায় এতদিন ঋণ কিস্তি ছাড় আটকে ছিল।

এর আগে, আইএমএফ প্রতিনিধি দল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ঢাকায় অবস্থান করে। সফর শেষে ইএফএফ, ইসিএফ আরএসএফ কর্মসূচির আওতায় বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করে তারা।

বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী বুধবার। ওইদিন বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে গভর্নর দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য