অ্যাশলি সেন্ট ক্লেয়ারকে উপেক্ষা করলেন ইলন মাস্ক, প্রতিক্রিয়া দিলেন অন্য সন্তানের মায়ের পোস্টে
রক্ষণশীল প্রভাবশালী অ্যাশলি সেন্ট ক্লেয়ার দাবি করেছেন, তিনি ইলন মাস্কের ১৩তম সন্তানের মা। তবে এখন পর্যন্ত এই বিষয়ে মাস্ক কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি। অন্যদিকে, অ্যাশলি সেন্ট ক্লেয়ার মাস্কের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় থাকলেও, তিনি শিভন জিলিসের একটি পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন, যার সঙ্গে তার তিনটি সন্তান রয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মনে করছেন, এটি সেন্ট ক্লেয়ারকে উদ্দেশ্য করেই এক ধরনের পরোক্ষ জবাব। শিভন জিলিস তার সন্তানদের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন "আমার জীবনের ছোট্ট ভালোবাসাগুলো।" সেই পোস্টে ইলন মাস্ক হৃদয়-সংযুক্ত হাসিমুখ ইমোজি দিয়ে মন্তব্য করেছেন।
শুধু সহ-অভিভাবকত্বই নয়, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত শিভন জিলিস টেসলায় প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেছেন ইলন মাস্কের অধীনে। বর্তমানে তিনি নিউরালিংকের পরিচালনা ও বিশেষ প্রকল্প বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মার্কিন লেখক ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেছেন তিনি টেসলার সিইও ইলন মাস্কের সন্তানের মা। আর তার সন্তান ইলন মাস্কের ১৩ তম সন্তান। ১৪ ফেব্রুয়ারি ৩১ বছর বয়সি অ্যাশলে এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, মাস্কের সঙ্গে তার পরিচয় হয় বছর তিনেক আগে। আর পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের সন্তানের মা হয়েছেন।
অ্যাশলে লিখেছেন, ‘পাঁচ মাস আগে আমি একটি শিশুর জন্ম দিই। আর ইলন মাস্ক সেই সন্তানের বাবা। নিজের ও তার সন্তানের নিরাপত্তা, গোপনীয়তার কথা চিন্তা করে এত দিন সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি তিনি। তবে কিছু ট্যাবলয়েড পত্রিকা মনগড়া খবর প্রকাশ করছে দেখে সত্যিটা সামনে আনলেন। তার মতে, ‘আমি চাই, আমাদের সন্তান একটা স্বাভাবিক আর নিরাপদ পরিবেশে বড় হোক। আমি গণমাধ্যমকে অনুরোধ করব, যাতে আমাদের গোপনীয়তাকে সম্মান করা হয়। এই নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের পেছনে না ছোটার জন্য অনুরোধ করছি।’
এদিকে অ্যাশলের এই দাবির প্রতিক্রিয়ায় কোনও মন্তব্য বা বিবৃতি দেননি ইলন মাস্ক। তিনি এ সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করে লিখেছেন ‘হোয়া’। সাধারণত আশ্চর্য ও মজাদার কোনও অনুভূতি প্রকাশে তিনি এ ধরনের শব্দ ব্যবহার করা হয়। মাস্ক যে পোস্টটি শেয়ার করেছেন ওই পোস্টদাতা লিখেছেন, অ্যাশলে সেন্ট ক্লেয়ার ইলন মাস্ককে ফাঁসাতে ৫ বছর সময় নিয়েছেন। এর প্রেক্ষিতে অ্যাশলে লিখেন, "Elon, we have been trying to communicate for the past several days, and you have not responded. When are you going to reply to us instead of publicly responding to smears from an individual who just posted photos of me in underwear at 15 years old?" she wrote in a now-deleted comment.যদিও পোস্টটি পরে ডিলেট করা হয়।
এদিকে অ্যাশলে ও মাস্কের সন্তানের বিষয়টি যদি সত্যি হয়, তাহলে অ্যাশলে ইলনের ১৩তম সন্তানের মা। এর আগে ইলন চারটি বিয়ে করেছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?