clock ,

অনলাইন জুয়ায় অর্থ হারানো, একই পরিবারের ৩ জনের আত্মহত্যা

অনলাইন জুয়ায় অর্থ হারানো, একই পরিবারের ৩ জনের আত্মহত্যা

ভারতের কর্ণাটকের মাইসোর জেলায় অনলাইন জুয়ায় বড় অঙ্কের অর্থ হারানোর পর একই পরিবারের তিনজন আত্মহত্যা করেছেন। সোমবার মঙ্গলবারের মধ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, জোবি অ্যান্টনি শর্মিলা আইপিএল ক্রিকেট ম্যাচে এবং অনলাইনে বাজি ধরে প্রচুর অর্থ হারিয়েছিলেন। তাদের পাওনাদাররা টাকা ফেরত চেয়ে বারবার চাপ দিচ্ছিলেন। চরম মানসিক চাপে পড়ে সোমবার রাতে প্রথমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জোশ অ্যান্টনি। মৃত্যুর আগে তিনি একটি ভিডিও রেকর্ড করেন, যেখানে অভিযোগ করেন তাঁর ভাই জোবি ভাইয়ের স্ত্রী শর্মিলা প্রতারণার মাধ্যমে তাঁদের বোনের নামে ঋণ নিয়েছিলেন। ভিডিওতে জোশ বলেন, আমার বোনের স্বামী নেই। অথচ জোবি তার স্ত্রী বোনের নামে ঋণ তুলে প্রতারণা করেছে। আমার মৃত্যুর জন্য জোবি শর্মিলা দায়ী। তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। জোশের মৃত্যুর খবর পেয়ে পরদিন মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জোবি শর্মিলা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কর্ণাটকে বিজেপি সরকারের সময় অনলাইন জুয়া বাজি নিষিদ্ধ করতে কর্ণাটক পুলিশ (সংশোধনী) আইন প্রণয়ন করা হয়েছিল। তবে ২০২২ সালে হাইকোর্ট সেই আইন বাতিল করে। এর আগে, রাজ্যের সাবেক স্পিকার কংগ্রেস নেতা রমেশ কুমার বিধানসভা অধিবেশনে ক্রমবর্ধমান বাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য