দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো ব্যক্তিরাই ‘ডেভিল হান্ট’ অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই অভিযান যতদিন পর্যন্ত ‘ডেভিল’ সম্পূর্ণ নির্মূল না হবে, ততদিন চলবে।
আজ রোববার রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা ইনস্টিটিউটের নতুন ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ডেভিল মানে শয়তান। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, আইন অমান্য করে, দুষ্কৃতকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তারাই ‘ডেভিল হান্ট’ অভিযানের টার্গেট। গাজীপুরের সাম্প্রতিক ঘটনার বিষয়ে তিনি জানান, এ ঘটনায় পাঁচজন পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, গাজীপুরের ঘটনায় জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। যারা এখনো ধরা পড়েনি, তাদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্য থেকে স্পষ্ট, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ‘ডেভিল হান্ট’ অভিযান কঠোরভাবে চালিয়ে যাওয়া হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?