আগামীকাল ২০ জানুয়ারি (সোমবার) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবস থেকেই তিনি অবৈধ অভিবাসীদের আটক ও বিতাড়িত করার অভিযান শুরু করবেন বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
‘দ্য নিউইয়র্ক টাইমস’ এবং ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিবাসন বিষয়ে ট্রাম্পের কঠোর নীতির সমর্থক এবং তার মনোনীত ‘সীমান্ত সম্রাট’ টম হোম্যান আগামী ২১ জানুয়ারি (মঙ্গলবার) প্রথম প্রহরেই শিকাগোতে এই অভিযান শুরু করতে পারেন। শিকাগোতে বিপুলসংখ্যক অভিবাসীর বাস, যা এই অভিযানের মূল কেন্দ্র হিসেবে ধরা হচ্ছে।
নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন, তার অভিবাসী বিতাড়ন কর্মসূচি হবে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড়। এই কর্মসূচি সরাসরি তিনি নিজেই দেখভাল করবেন বলে ঘোষণা দিয়েছিলেন।
টম হোম্যান, যিনি এই কর্মসূচির দায়িত্বে রয়েছেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশজুড়ে বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, শিকাগো হবে অভিবাসী বিতাড়নের ‘মূল কেন্দ্র’ বা গ্রাউন্ড জিরো।
অভিবাসী বিতাড়নে টার্গেট শহর
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থা সবসময়ই অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের কাজ করে। তবে এবার ট্রাম্প প্রশাসনের অধীনে সংস্থাটি অভিবাসীদের ‘আশ্রয়দাতা’ হিসেবে পরিচিত নগরীগুলোতে অভিযান চালাবে বলে ধারণা করা হচ্ছে।
শিকাগোর পাশাপাশি নিউইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলেস, ডেনভার এবং মায়ামি প্রথম দিকের অভিযানের নিশানায় থাকতে পারে। শিকাগোর এক সমাবেশে টম হোম্যান বলেছিলেন, “২১ জানুয়ারি আপনার শহরে অনেক আইসিই এজেন্ট দেখতে পাবেন। তারা অপরাধী এবং গ্যাং সদস্যদের খুঁজে বের করবে। এটি ঘটবেই। তারিখ মনে রাখুন।”
কঠোর নীতি প্রয়োগের ইঙ্গিত
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সময় গুরুতর অপরাধী, সীমান্ত অতিক্রমকারী, কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। তবে ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আসবে।
ট্রাম্পের দল ইঙ্গিত দিয়েছে, শুধু অপরাধে জড়িত অভিবাসীরাই নয়, বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করা এমন অবৈধ অভিবাসীরাও বিতাড়নের মুখে পড়বেন। এমনকি যাদের বিরুদ্ধে কোনো অপরাধের ইতিহাস নেই, তারাও এই নীতির আওতায় পড়তে পারেন।
ট্রাম্পের এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অভিবাসী-আশ্রয়দাতা শহরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?