clock ,

বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান চৌধুরী শাহীর  প্রয়াণে প্রবাসীদের শোক

বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান চৌধুরী শাহীর প্রয়াণে প্রবাসীদের শোক

সুনামগঞ্জ শহরের ষোলঘর উকিলপাড়া নিবাসী,সবার পরিচিত ঘনিষ্টজন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ,আমেরিকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের অন্যতম ভরসাস্থল নিবেদিত সমাজসেবী নুরুজ্জামান চৌধুরী শাহী (৭৪)এর  পরলোক গমন করেছেন। গত শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল আড়াইটায় আমেরিকার নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।  খবরে বাপসনিউজ

শনিবার (১৮ জানুয়ারি) বাদ যোহর নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর নিউইয়র্কের একটি স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয় বলে বাপসনিউজকে নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই যুক্তরাজ্যস্থ প্রবাসী সাংবাদিক ইমানুজ্জামান চৌধুরী মহী।  

পারিবারিক সূত্র জানায়,দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিসে আক্রান্ত অবস্থায় গত জানুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ গুড সামারিটান ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি এক সপ্তাহ যাবৎ লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে একাধারে দু'বার তার হৃদন্ত্রের ক্রিয়া বন্ধ হবার উপক্রম হওয়ার পাশাপাশি তিনি ব্রেইনষ্ট্রোকেও আক্রান্ত হন।

নুরুজ্জামান চৌধূরী শাহী জীবদ্দশায় মুক্তিযুদ্ধে বালাট সাবসেক্টরের বীর মুক্তিযোদ্ধা,স্বাধীনতা পরবর্তী সময়ে সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতি,পরবর্তীতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি নিউইয়র্ক সিটি আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তবে ১৯৯৬ সাল থেকে ২৪ এর আগস্ট পর্যন্ত তিনি তার পরিবারবর্গ এবং আত্মীয় স্বজনরা স্বদেশে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাছ থেকে ন্যূনতম সুযোগ সুবিধা ভোগ করেননি। ভোগবাদের বিরুদ্ধে ত্যাগের রাজনীতিতে দেশে বিদেশে তিনি ছিলেন একজন মডেল ব্যক্তিত্ব।  

উল্লেখ্য সুনামগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সুরমা নং জামান হাউজের স্থায়ী বাসিন্দা নুরুজ্জামান চৌধুরী শাহী ১৯৫১ সালের ৩রা মার্চ জন্মগ্রহন করেন। সুনামগঞ্জের প্রাচীনতম বিদ্যাপীঠ রাজগোবিন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করে সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন। পরে সুনামগঞ্জের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। সুনামগঞ্জ কলেজ থেকে এইচএসসি পাশ করে বিএ ক্লাসে অধ্যয়নকালে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন। সময় তার সম্পাদনায় প্রকাশনায় বুলেটিন নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। দেশ স্বাধীনের পর তিনি সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের নেতৃত্ব দেন। একাধারে বার মহকুমা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেন। যুদ্ধবিধবস্ত সুনামগঞ্জ পূণর্গঠনে আপন মামা সাংবাদিক রাজনীতিবিদ  আবদুল হাইয়ের নেতৃত্বে সক্রিয়ভাবে কাজ করেন। ৭৫ এর পটপরিবর্তনের সময় সামরিক আমলে তিনি দীর্ঘদিন সিলেটে কারাবরন করেন। ১৯৭৮ সালের আগস্ট মাসে তিনি প্রথমে নেদারল্যান্ডে পরে পশ্চিম জার্মানে রাজনৈতিক আশ্রয় নেন। ১৯৮৩ সালে জার্মান থেকে আমেরিকায় পাড়ি জমান। মৃত্যুর পূর্ব পর্যন্ত আমেরিকার নিউইয়র্ক শহরেই তাঁর জীবনের বাকী সময় অতিবাহিত হয়। রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা লেখালেখিতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। তিনি সর্বপ্রথম ঢাকা থেকে রাজনীতিবিদ মাহমুদ আলী সম্পাদিত সাপ্তাহিক নওবেলাল দৈনিক পূর্ব পাকিস্তান পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরে জাতীয় দৈনিক পূর্বদেশ সাপ্তাহিক পদক্ষেপ পত্রিকার সাথে জড়িত ছিলেন। তোফাজ্জল হোসেন মানিক মিয়া সম্পাদিত দৈনিক ইত্তেফাক,শেখ ফজলুল হক মনির সম্পাদিত বাংলার বাণী কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী সম্পাদিত জয়বাংলা পত্রিকায় সাংবাদিকতা পেশায় সক্রিয় অবদান রাখেন। একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে হিসেবে তিনি তাঁর মামার প্রতিষ্ঠিত সুনামগঞ্জ মহকুমা আর্টস কাউন্সিলের প্রতিটি সাংস্কৃতিক কর্মকান্ডে বলিষ্ট সংগঠকের ভূমিকা পালন করেন।

তাঁর কন্যা ফেরদৌসী জামান সুমী বর্তমানে নিউইয়র্ক সিটি অফিসের সিনিয়র আইনজীবী পুত্র আশফাকুজ্জামান চৌধুরী সোহান আমেরিকার নবম বৃহত্তর লো-ফার্মভি লুইস ব্রিসভয়েস কর্মরত আছেন।

আমেরিকার প্রবাসী সুনামগঞ্জীদের অন্যতম ভরসাস্থল নুরুজ্জামান চৌধুরী শাহীর মৃত্যুতে বিদেশের পাশাপাশি সুনামগঞ্জ শহরেও শোকের ছায়া নেমে এসেছে। সুধীজনের বক্তব্য শুন্যতা পূরণ হবার নয়। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সারা সুনামগঞ্জবাসী। পৃথক পৃথক বিবৃতিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ,সাধারণ সম্পাদক মাছূম হেলাল, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক হাসান চৌধুরী,রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীসহ সুনামগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ,সুনামগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য নুরুজ্জামান চৌধুরী শাহীর মৃত্যুতে সুগভীর শোকপ্রকাশ তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন ।এছাড়া যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে     নুরুজ্জামান চৌধুরী শাহীর প্রয়ানে গভীর শোক সমবেদনা জানিয়েছেন  এক যৌথ বিবৃতিতে প্রবাসী নেতৃবৃন্দের মাঝে

.নুরান নবী,এম সালাম,.প্রদীপ রন্ধন কর,হাজী শফিকুল আলম,.বামন দাস বসু,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,রমেস চন্দ্য  নাথ,এম ফজলুর রহমান,আখতার হোসেন, সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, ডা. মোহাম্মদ আলী মানিক ,নিজাম চৌধুরী,আইরিন পারভীন,মাহবুবুর রহমান মিলন,ওসমান গনি,বিশ্বজিত সাহা,সুহাস বড়ুয়া হাসু,সাংবাদিক হেলাল মাহমুদ,দেওয়ান বজলুর রহমান, এ্যাডভোকেট শাহ মো: বখতিয়ার আলী, কৃষিবিদ আশরাফুজ্জামান, জালাল উদ্দিন রুমী, জাহাঙ্গীর হোসেন, প্রকৌশলী  মোহাম্মদ আলী সিদ্দিকী, . আরেফ চৌধুরী রুবেল, ইসলাম উদ্দিন পংকি,নুরুল ইসলাম বাংগালি,আবদুস শহিদ নান্নু,নূর আলম চৌধুরী, শিরিন আক্তার দীবা, মুজাহিদুল ইসলাম, মাহবুবুর রহমান টুকু,এম করিম জাহাঙ্গীর, ফরিদ আলম,শহীদ হাসান, ডা. আব্দুল বাতেন, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশাহ, চন্দন দত্ত, মিসবাহ আহমমেদ,এ্যাডভোকেট আব্দুর রহমান মামুন, জাকারিয়া চৌধুরী,কাজী কয়েস আহমেদ, আবুল মনসুর খাঁন, ডেনী চৌধুরী, হিন্দাল কাদির বাপ্পা, ওহিদুর রহমান মুক্তা,শরাফ সরকার, মুজিবুল মাওলা, মোস্তফা কামাল পাশা,আজিজুর রহমান সাবু, আসাফ মাসূক,আতাউল গণি আসাদ, আলী হোসেন গজনবী, সামসূল আবেদীন,আকতার আহমেদ চৌধুরী,কামাল উদ্দিন,আমীনূল ইসলাম কলিন্স, রেজাউল করিম চৌধুরী, নূর নবী চৌধুরী, শাহান চৌধুরী,হারুন আহমেদ, রফিকুল ইসলাম পাটোয়ারী,আলাউদ্দিন জাহাঙ্গীর, মীর নিজামুল হক,মইনুল হোসেন,নূরুল আফসার সেন্টু, নুরুল আমিন কোতোয়াল,নূরে আলম চৌধুরী,শামীমা তরফদার সূইটি, খোরশেদ খন্দকার,গাজী মো: আলী লিটু, আজহারুল ইসলাম লিটন, ইকবাল কবির, আব্দুল হামিদ,মোহাম্মদ মহসিন রিপন, রফিকুল ইসলাম খাঁজা, “

কায়কোবাদ খাঁন, সূজন আহমেদ সাজু,এম আনোয়ার, হোসেন সোহেল রানা, কাজী আজিজুল হক খোকন, জুয়েল আহমেদ, এম আলম বিপ্লব,মো: তৌহিদ রুহেল চৌধুরী,আবুল কাশেম, টিটু রহমান, আনোয়ার হোসেন,কবি এবিএম সালেহঊদদীন মো:নাসির, বীর মুক্তিযোধা আব্দুল মুকিত চেীধুরী ,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ,বীরমুক্তিযোদ্ধা শওকত আকবার রিচি,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি,বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু , বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী বীর  মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা জুয়েল মোহাম্মদ জামাল , বীর মুক্তিযোদ্ধা মুন্সি বশির উদ্দিন ,আক্তার হোসেন, জামাল হোসেন, শাহিদুল ইসলাম,ইলিয়ার রহমান,সুবল দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন জলিল, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু ভূইয়া,আশরাফ উদ্দিন , মোল্লা মাসুদ, ইঞ্জি:মিজানুল হাসান, দেলোয়ার মোল্লা, টি মোল্লা, উৎফত মোল্লা, জেসমিন আক্তার কহিনুর,আয়েশা আক্তার রুবি,আব্দুল মোসাবির,দেওয়ান সাহেদ চৌধুরী,নুরে আলম জিকু,হাজী আনোয়ার হোসেন লিটন,সিবুল মিয়া, নাদের আলী মাষ্টার,রহিমুজ্জামান সুমন, রিণ্টু লাল দাস, ফরিদা আরভি, আতাউর রহমান তালুকদার, হেলেমউদ্দিন, ইফজাল চৌধূরী, জামাল বস্ক, আলীমউদ্দিন, শারমিন তালুকদার, রাহিমুল হুদা, রুমানা আখতার ,ইঞ্জি: হাসান,মনজুর চৌধূরী,শেখ জামাল হোসেন, মো:মাঈনুদ্দিন, মিজানুর চৌধূর,হুমায়ন আহমেদ চৌধুরী,আরিফুর রহমান আরিফ,ফজলুল কদের চৌধুরী আদর, কামাল হোসেন মিঠু,দেলওয়ার মানিক,জাহাংগীর কবির,গোলাম ফারুক,তারেকুল হায়দার চৌধুরী,মোঃনাজের,নাজিম উদ্দিন,নবী চৌধুরী,শাহজাহান চৌধুরী,এরশাদ ওয়ারেস,মোঃফুরকান.মাসুদ সিরাজী,মহিউদ্দিন খোকন,ইয়াসমিন ফাত্তাহ ঝরনা রুমো চৌধুরী  প্রমুখ।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য