clock ,

অবশেষে ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

অবশেষে ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

সশস্ত্র গোষ্ঠী হামাস গত শনিবার ছয় জীবিত জিম্মিকে মুক্তি দিলেও দখলদার ইসরায়েলের ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়নি। চুক্তি ভঙ্গ করে তাদের মুক্তি আটকে রেখেছিল ইসরায়েল। অবশেষে আজ বুধবার তারা মুক্তি পেতে যাচ্ছেন। তবে এর আগে আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবে হামাস।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাসি ইদান, ওহাদ ইয়ালোমি, ইতজিক এলগারাত এবং সোলোমো মান্তজুর নামের চার ইসরায়েলি জিম্মির মরদেহ প্রথমে মিসরের কাছে হস্তান্তর করবে হামাস। সেখান থেকে এই মরদেহগুলো ইসরায়েলে পাঠানো হবে। তবে এই চারটি মরদেহ হস্তান্তারের সময় হামাস মঞ্চে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবে না।

প্রায় ১০ দিন আগে ইসরায়েলের চার জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস। ওই সময় মঞ্চ তৈরি করে ওই মরদেহবাহী কফিন প্রদর্শন করে সশস্ত্র গোষ্ঠীটি। নিয়ে আপত্তি জানায় দখলদার ইসরায়েল। এরপর শনিবার যখন ছয় জীবিত জিম্মির মুক্তির পরও ৬০২ ফিলিস্তিনি আটকে দেয় দখলদার ইসরায়েল।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য