২০২৬ বিশ্বকাপ থেকে দলসংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হচ্ছে। তবে ফিফা এর চেয়েও বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। গত ৬ মার্চ ফিফার অনলাইন সভায় ২০৩০ বিশ্বকাপ ৬৪ দলের করার প্রস্তাব তোলা হয়। তবে উয়েফা সভাপতি ও ফিফার সহ-সভাপতি আলেকজান্ডার সেফেরিন এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন।
২০৩০ বিশ্বকাপের আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি একটি করে ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ওই সভায় উরুগুয়ের প্রতিনিধিই ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেন, যা উয়েফা সভাপতিকে বিস্মিত করেছে।
বেলগ্রেডে উয়েফা কংগ্রেসে সেফেরিন বলেন, ‘এই প্রস্তাবটি আমার কাছেও বিস্ময়কর। এটি একটি বাজে ভাবনা। অদ্ভুত ব্যাপার হলো, ফিফা কাউন্সিলে প্রস্তাব ওঠার আগে আমরা এ সম্পর্কে কিছুই জানতাম না। জানি না, এই চিন্তার উৎপত্তি কোথায়!’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফুটবলকে আরও বেশি দেশে ছড়িয়ে দিতে চান, যা আর্থিকভাবে লাভজনক হতে পারে। তবে অনেকের মতে, এতে বিশ্বকাপের মান কমে যাবে এবং সূচি নিয়ে জটিলতা তৈরি হবে। উয়েফা সভাপতিও মনে করেন, ‘এটি বিশ্বকাপ বা আঞ্চলিক বাছাইপর্বের জন্যও ভালো কিছু নয়।’
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?