বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হওয়া বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের মধ্যেই এই বৈঠকটি সম্পন্ন হয়।
বৈঠকের মূল বিষয়বস্তু হলো-দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি,শ্রমিক অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা, কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে যৌথ উদ্যোগ ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে সহায়তা।
এই বৈঠকের আগে ড. ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও আলোচনা করেছেন। বিমসটেকের এই সম্মেলনে বাংলাদেশসহ সাতটি সদস্য রাষ্ট্রের নেতারা অংশ নিয়েছেন, যেখানে আঞ্চলিক সহযোগিতা জোরদার করাই মূল লক্ষ্য।
উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে সম্মত হয়েছেন। বিশেষ করে থাইল্যান্ডে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ ও দুদেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোতে জোর দেওয়া হয়েছে।
বৈঠক শেষে ড. ইউনূস বলেন, "থাইল্যান্ডের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সম্প্রসারণের ব্যাপারে উভয় পক্ষই আগ্রহী। বিশেষ করে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে থাইল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।"
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
এই বৈঠককে বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আগামী কয়েক মাসে উচ্চপর্যায়ের কর্মকর্তা পর্যায়ের আরও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?