রাজধানীর পল্লবীতে ‘৫ কোটি টাকা চাঁদা’ না পেয়ে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর আগে পুরান ঢাকায় চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন হামলার ঘটনা দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ জানায়, শুক্রবার (১১ জুলাই) বিকেলে পল্লবীর আলব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামের প্রতিষ্ঠানটিতে ৩০ থেকে ৪০ জন সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায় এবং চার রাউন্ড গুলি ছোড়ে। এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম আহত হন এবং তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান গণমাধ্যমকে জানান, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তাঁর বাবার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। দাবি না মানায় সন্ত্রাসীরা ২৭ জুন ও ৪ জুলাই দুই দফা হামলা চালায়, ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নেয়। শুক্রবার ছিল তাদের তৃতীয় দফা হামলা। হামলাকারীরা প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর ও গুলিবর্ষণ করে।
পল্লবী থানার ওসি শফিউল ইসলাম বলেন, “গুলিবর্ষণের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বা কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।” এ ঘটনায় ১০ জুলাই একটি সাধারণ ডায়রি (জিডি) করেন কাইউম আলী খান। সেখানে তিনি অভিযোগ করেন, হামলাকারীরা নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।
এদিকে গত ৯ জুলাই সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় সোহাগ ওরফে লাল চাঁদ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়। সিসিটিভিতে ধারণকৃত দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?