ইরানে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের অনলাইন মাধ্যম ‘মিজান অনলাইন’ এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকানে। বিচার বিভাগ জানায়, ভুক্তভোগীর পরিবার মামলার শুরু থেকেই আইনি প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেয় এবং অপরাধীর প্রকাশ্যে মৃত্যুদণ্ডের আবেদন করে। প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতি জানান, “এই ঘটনার সামাজিক প্রতিক্রিয়া ছিল অত্যন্ত তীব্র। তাই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হয়েছে।” চলতি বছরের মার্চে অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এবং পরে তা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ আদালতের অনুমোদন পায়।
ইরানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড নতুন কিছু নয়, তবে সাধারণত তা সমাজে ব্যাপক ক্ষোভ বা উদ্বেগ সৃষ্টি করে এমন অপরাধে প্রয়োগ করা হয়। ধর্ষণ ও হত্যার মতো অপরাধ দেশটিতে মৃত্যুদণ্ডযোগ্য বলে বিবেচিত।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, মৃত্যুদণ্ড কার্যকরে চীনের পরেই ইরানের অবস্থান। দেশটিতে প্রতি বছর বহু সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হয়, যার মধ্যে কিছু ফাঁসি দেওয়া হয় প্রকাশ্য জনসম্মুখে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?