clock ,

২২ বছর পর দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যুতে মোহনবাবুর বিরুদ্ধে নতুন অভিযোগ

২২ বছর পর দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যুতে মোহনবাবুর বিরুদ্ধে নতুন অভিযোগ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সৌন্দর্যর মৃত্যু নিয়ে ২২ বছর পর নতুন অভিযোগ সামনে এসেছে। 'সূর্যবংশম' ছবির সেই স্নিগ্ধ সুন্দরী সৌন্দর্যকে এখনও মনে রেখেছে বহু দর্শক। অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করা এই অভিনেত্রী ২০০৪ সালের এপ্রিল মাসে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান, যা তোলপাড় করে দেয় গোটা দেশ। তবে, সৌন্দর্যর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছিল তখনই, বিশেষ করে এই ঘটনায় তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডিও ছিলেন। এবার, ২২ বছর পর দক্ষিণী সুপারস্টার মোহনবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্প্রতি, খাম্মাম জেলার সত্যনারায়ণপুরম গ্রামের এক সমাজকর্মী অভিযোগ করেছেন যে, সৌন্দর্যর মৃত্যুর পেছনে মোহনবাবুর ষড়যন্ত্র রয়েছে। সমাজকর্মীর দাবি, বিমান দুর্ঘটনার আগে সৌন্দর্যকে তার ছয় একর জমির বিলাসবহুল গেস্ট হাউজ বিক্রি করার জন্য চাপ দিয়েছিলেন মোহনবাবু, কিন্তু অভিনেত্রীর ভাই সে প্রস্তাব মেনে নেননি। এছাড়া, অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনায় মোহনবাবু তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন, এবং তাঁর নিরাপত্তার জন্য পুলিশের সাহায্য চেয়েছেন।

এদিকে, ঘটনাটি চাঞ্চল্যকর হয়ে ওঠে কারণ সৌন্দর্য তখন অন্তঃসত্ত্বা ছিলেন এবং বিমানে তাঁর ভাইও সঙ্গে ছিলেন। বেঙ্গালুরু থেকে একটি রাজনৈতিক দলের প্রচারে যাচ্ছিলেন তাঁরা। তবে, মাঝপথেই দুর্ঘটনা ঘটে এবং তাঁদের মৃত্যু হয়। যদিও আগের তদন্তে মারাত্মক প্রমাণ পাওয়া যায়নি, এবার এক নতুন দৃষ্টিকোণ থেকে মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি উঠেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য