একুশের হাত ধরে স্বাধীনতা আসে
কতো প্রাণ লাশ হয়ে খালে বিলে ভাসে।
মা বাবা চাচা মামা হয়েছেন খুন
বাংলার বুক জুড়ে দোযখের আগুন।
কতো ভাই হারিয়েছে আসেনি ফিরে
মেজ খালু চলে গেছে আসেনি নীড়ে
কলজেটা ছিঁড়ে খেল শকুনের দল
দু'টি চোখে জল আজো করে টলমল!
রমণীরা হারালো যে প্রিয় সম্ভ্রম
বোন হারালো মান দাম কী কম?
কুকুরের আনাগোনা ছিলো যে বেশি
বহু ছিলো পাকিটাকি কিছুটা দেশি।
শিশুরা খেলো না দুধ, কাঁপে থরথর
বাংলার বুকে এলো সিডরের ঝড়
পুড়ে গেলো ঘরবাড়ি ভিটেও মাটি
ঝরে গেলো গাছ থেকে ফুল দোপাটি।
আপমর জনতা কেঁদে যে ফেরে
কতো লোক চলে গেলো সীমানা ছেড়ে
চাঁদ তারা নিভে গেলো ওঠেনি তো ফের
বুক ফেটে চৌচির হলো আমাদের!
শেষটুকু ইতিহাস সবারই তো জানা
রক্ত ও মান দিয়ে মেলি শেষে ডানা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?