বাংলাদেশের স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাৎক্ষণিকভাবে এ নির্দেশ কার্যকর করেছে সংস্থাটি। সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাবান্ধা, বুড়িমারী, বেনাপোল, ভোমরা ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এখন থেকে সুতা আমদানি সম্ভব নয়।
দেশীয় বস্ত্র শিল্প রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানির বিরোধিতা করে। পরে মার্চ মাসে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এনবিআরকে চিঠি দিয়ে দেশীয় সুতা ব্যবহারে উৎসাহ দিতে স্থলপথে আমদানি বন্ধের সুপারিশ করে।
চিঠিতে উল্লেখ করা হয়, স্থলবন্দর ও কাস্টমস হাউসগুলোতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুতা কাউন্ট নির্ধারণে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায়, আপাতত শুধু সমুদ্রবন্দর দিয়ে সুতা আমদানির অনুমতি দেওয়া হোক।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এই প্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করেন। তবে স্থলপথে আমদানি নিষিদ্ধ হলেও সমুদ্রপথ বা বিকল্প অন্যান্য পথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা নেই।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?