clock ,

সৌদি, ওমান ও কাতার নিয়ে আশাব্যঞ্জক খবর দিলেন আসিফ নজরুল

সৌদি, ওমান ও কাতার নিয়ে আশাব্যঞ্জক খবর দিলেন আসিফ নজরুল

সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে দেশটিতে সফর করেছেন আইন, বিচার সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। সফরকালে তিনি সৌদি, ওমান কাতার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

মঙ্গলবার ( ফেব্রুয়ারি) সকালে তিনি এই সফর বৈঠকের ফলাফল নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, "সৌদি আরবে এবারের সফর ছিল সরকারি, এবং সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সঙ্গে সৌদি মানবসম্পদ স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈঠক হয়েছে। কাতার ওমানের মন্ত্রীদের সঙ্গেও আলোচনা হয়েছে।"

আসিফ নজরুল উল্লেখ করেন, সৌদি সরকার আকামাবিহীন বাংলাদেশিদের বিষয়ে নিয়োগদাতাদের দায়িত্ব আরও কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি, চাকরির চুক্তিপত্র শ্রমিকদের কাছে আগেই পাঠানোর বিষয়টি বিবেচনা করবে এবং পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই সম্পন্ন করার উদ্যোগ নেবে।

ওমান প্রসঙ্গে তিনি জানান, দেশটি সেখানে অবস্থানরত সকল বাংলাদেশির থাকার বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। কাতারও বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি। তবে তিনি বলেন, "এগুলো এখনো প্রতিশ্রুতির পর্যায়েই আছে, তবে আন্তরিক মনে হয়েছে। আমরা এগুলোর অগ্রগতি নিশ্চিত করতে ফলো-আপ করব।এছাড়া, প্রবাসীদের বিমান ভাড়ার বিষয়ে কিছু অভিযোগ পেলেও এটি তার মন্ত্রণালয়ের আওতাধীন না হওয়া সত্ত্বেও তিনি শিগগিরই বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান।

সবশেষে, তিনি উল্লেখ করেন যে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাজের প্রতি প্রবাসীদের ইতিবাচক মূল্যায়ন পেয়েছেন, যা তাকে আনন্দিত করেছে। তিনি আরও জানান, তার সঙ্গে সৌদি আরবের চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রীসহ প্রায় ২০টি বড় চাকরিদাতা কোম্পানির বৈঠক হয়েছে এবং প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গেও তিনি আলোচনা করেছেন। বিষয়ে পরে আরও বিস্তারিত লিখবেন বলে জানান।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য