সৌদি আরবে বসবাসরত সম্মানিত বাংলাদেশি প্রবাসীদের সুবিধার্থে আগামী এপ্রিল ২০২৫-এ বাংলাদেশ দূতাবাস থেকে একটি কন্স্যুলার টীম নির্ধারিত শহরগুলোতে গিয়ে কন্স্যুলার সেবা প্রদান করবে। যারা কন্স্যুলার সেবা গ্রহণ করতে ইচ্ছুক, তারা নির্ধারিত তারিখ ও স্থানে গিয়ে সেবা গ্রহণ করতে পারবেন।
কন্স্যুলার সেবার সময়সূচি ও স্থান:
ক্রমিক নং |
শহরের নাম |
তারিখ |
১ |
হাইল |
৪-৫ এপ্রিল ২০২৫ |
২ |
দাম্মাম |
১১-১২ এপ্রিল ২০২৫ |
৩ |
আর আর |
১৮-১৯ এপ্রিল ২০২৫ |
৪ |
আল খারিজ |
১৮-১৯ এপ্রিল ২০২৫ |
৫ |
জুবাইল |
২৫-২৬ এপ্রিল ২০২৫ |
গুরুত্বপূর্ণ তথ্য:
উক্ত কন্স্যুলার ট্যুরের স্থান ও তারিখ যদি পরিবর্তিত হয়, বাংলাদেশ দূতাবাস তা যথাসময়ে অবহিত করবে। প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত স্থানে নির্ধারিত দিনে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে পারবেন।কন্স্যুলার সেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিম্নোক্ত যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে:
যোগাযোগ: 📞 টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬, ☎ টেলিফোন: ০১১/৪১৯৫৩০০
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?