আন্তর্জাতিক ডেস্ক
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজার ৮৩ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৬ হাজার ২১০ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৯০১ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৫৭ শতাংশ ইউথোপিয়ান, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের। এছাড়া ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।
আইন ভঙ্গকারীদের সম্পর্কে অভিযোগ জানাতে মক্কা অঞ্চলে টোল ফ্রি নম্বর ৯১১ এবং রিয়াদ অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে কল করার কথা বলা হয়েছে।
মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী দেশগুলির মধ্যে অন্যতম সৌদি আরবের মোট জনসংখ্যা ৩২ মিলিয়ন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?