clock

সিঙ্গাপুরে সিঙ্গা বৃত্তি, মাসে ২৭০০ সিঙ্গাপুর ডলারসহ নানা সুবিধা, আবেদন করুন দ্রুত

সিঙ্গাপুরে সিঙ্গা বৃত্তি, মাসে ২৭০০ সিঙ্গাপুর ডলারসহ নানা সুবিধা, আবেদন করুন দ্রুত

সিঙ্গাপুর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য নানা বৃত্তি দেয়। এদের একটি ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড-সিঙ্গা’ বৃত্তি। এ বৃত্তি পেলে বিনা মূল্যে চার বছর মেয়াদি পিএইচডি করা যাবে। এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সিঙ্গাপুরের সরকার এ বৃত্তি দেবে। আগস্ট ২০২৫ ইনটেকের জন্য চলছে আবেদন। আবেদন করা যাবে আগামীকাল রোববার পর্যন্ত, ১ ডিসেম্বর। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় আছে এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এস্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন। এসব উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পিএইচডি করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।


সুযোগ-সুবিধা—

  • শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে

  • প্রতি মাসে প্রায় ২ হাজার ৭০০ সিঙ্গাপুর ডলার পাবেন শিক্ষার্থী

  • আবাসন ভাতা হিসেবে এককালীন এক হাজার সিঙ্গাপুর ডলার পাবেন শিক্ষার্থী

  • মেডিকেল ইনস্যুরেন্সের সুবিধাসহ অন্যান্য সুবিধা

  • বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার মিলবে


আবেদনের যোগ্যতাগুলো—

  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে

  • স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে

  • একাডেমিক ফলাফল ভালো হতে হবে।


প্রয়োজনীয় নথিগুলো কী—

  • আবেদনকারীর পাসপোর্ট

  • আবেদনকারীর ছবি

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট

  • সিভি

  • স্টেটমেন্ট অব পারপাস

  • রেফারেন্স লেটার দুটি

  • আইএলটিএস/মিডিয়াম অব ইনস্ট্রাকশন সনদ (যদি থাকে)।

আবেদনের প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে এবং আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন












You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

Follow US

Top Categories

Recent Comment