clock

সাড়ে ৪ মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতন্ত্র মঞ্চ

সাড়ে ৪ মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতন্ত্র মঞ্চ

সাড়ে চার মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে সরকার ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। জোটের নেতারা আরও বলেন, বাজার পরিস্থিতি বেসামাল। মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। দেশে রোমহর্ষক ঘটনা ঘটছে। একধরনের সামাজিক নৈরাজ্য দেখা দিয়েছে। সরকার জরুরিভাবে এ সকল সংকটের সমাধান করতে হবে।

Advertisement

মঙ্গলবার সকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এক সমাবেশে নেতারা এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাব প্রদক্ষিণ করে পুরানা পল্টনে গিয়ে শেষ হয়। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ জনদুর্ভোগ কমানোর দাবিতে এ কর্মসূচি পালন করে গণতন্ত্র মঞ্চ।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ভালো কিছু দেখাতে পারছে না। রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকার টিকে থাকলেও রাজনৈতিক দলসমূহের সঙ্গে খোলামেলা কথ বলেনা। তিনি বলেন, সরকারের মধ্যে আবার নানা সরকার কাজ করে। তিনি বলেন, সমস্যা নিয়ে খোলামেলা কথা হলে সমস্যার সমাধানও বের করা যায়।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারকে আমরা সমর্থন দিয়ে আসছি বলে মানুষ এখনও সরকারকে সহ্য করছে। তিনি প্রশ্ন করেন, ফ্যাসিস্টরা বিদায় নেবার পর আবার কেন আমাদেরকে রাজপথে নামতে হবে। তিনি মানুষের ধৈর্যের পরীক্ষা না নিতে সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, ক্ষুধার্ত পেটে সংস্কারের টেবলেট হজম হবে না। তিনি সংস্কারকে নির্বাচনের বিপরীতে হাজির না করতে আহ্বান জানান।


ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, কুমিল্লায় প্রবীণ মুক্তিযোদ্ধার অপমানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন, এটা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার সামিল। তিনি অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সিনিয়র সহসভাপতি সিরাজ মিয়া প্রমুখ।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

Follow US

Top Categories

Recent Comment