অন্তর্বর্তী
সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
সঙ্গে বৈঠক করেছে গুম
সংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব
এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স)। ১৯ জানুয়ারি
(রবিবার) বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি
ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত
হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ যা ‘আয়নাঘর’
নামে পরিচিতি পেয়েছে তা পরিদর্শনের অনুরোধ
জানিয়েছেন কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার
ব্যক্তিরা আশ্বস্তবোধ করবেন ও অভয় পাবেন
বলে জানান তারা। বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানানো হয়।
প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন,
‘আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে
এসেছে, তা গা শিউরে
ওঠার মতো। আমি শিগগিরই
আয়নাঘর পরিদর্শনে যাব।’
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?