clock ,

  ব্রেকিং নিউজ
clock
শচীনের প্রশংসা; রাতারাতি তারকা রাজস্থানের সুশীলা মীনা

শচীনের প্রশংসা; রাতারাতি তারকা রাজস্থানের সুশীলা মীনা

ভারতের রাজস্থানের এক প্রত্যন্ত গ্রামের ১০ বছরের মেয়ে সুশীলা মীনা, যাকে কিছুদিন আগেও কেউ চিনত না। ক্রিকেটে দক্ষতা অর্জনের চেষ্টা চালানো এই ছোট্ট মেয়েটিকে নজরে এনেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সুশীলার বোলিংয়ের একটি ভিডিও পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার, যা রাতারাতি তারকাখ্যাতি এনে দিয়েছে রাজস্থানের এই মেয়েটিকে।

পঞ্চম শ্রেণিতে পড়া সুশীলার বোলিং অ্যাকশন অবিকল ভারতের সাবেক পেসার জহির খানের মতো। শুধু অ্যাকশনই নয়, বল ছাড়ার ঠিক আগমুহূর্তের লাফও জহিরের সঙ্গে মিলে যায়। খালি পায়ে দৌড়ে বোলিং করা সুশীলার এই ভিডিও প্রথম ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তার কোচ ঈশ্বর আমালিয়া। ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ার পর শচীন টেন্ডুলকার তা নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করেন।

পোস্টের ক্যাপশনে শচীন লেখেন, “মসৃণ এবং ছন্দময়। এমন বোলিং দেখে চোখ জুড়িয়ে যায়। সুশীলা মিনার বোলিং অ্যাকশনে তোমার (জহির খান) ছায়া রয়েছে। তুমি কি তা দেখতে পাচ্ছো?” এই পোস্টে তিনি জহির খানকেও ট্যাগ করেন।

সুশীলার বোলিং দেখে শচীন যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি জহির খানও তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জহির বলেন, “শচীন, আপনি একেবারে ঠিক বলেছেন। আমি সম্পূর্ণ একমত। ওর অ্যাকশন মসৃণ এবং দারুণ দেখাচ্ছে। ক্রিকেটের প্রতি ওর নিবেদন এখনই স্পষ্ট।”

তবে মজার ব্যাপার হলো, রাজস্থানের এই কিশোরী সুশীলা মীনা, যিনি এত দ্রুত বিখ্যাত হয়েছেন, তিনি শচীন টেন্ডুলকারকে চিনেনই না। কারণ হিসেবে সুশীলা জানান, তার বাড়িতে কোনো টেলিভিশন নেই, আর সে কখনও ক্রিকেট দেখেনি। তবে সে শচীনের প্রতি কৃতজ্ঞ।

শচীনের পোস্টের পর থেকে রাজনীতিবিদ, সমাজকর্মী এমনকি দূরসম্পর্কের আত্মীয়রাও সুশীলার সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসছেন। তারা উপহারেও ভরিয়ে দিচ্ছেন মেয়েটির বাড়ি। সুশীলার মা শান্তিবাই তার মেয়ের এই সাফল্যে গর্বিত। তিনি জানান, “অনেকে তার সঙ্গে দেখা করতে চেয়েছেন, কিন্তু সবাই যে সহযোগিতা করেছেন তা নয়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন আমরা মেয়েকে গৃহস্থালির কাজের বদলে ক্রিকেট খেলতে দিয়েছি। তবে এসব কথায় আমি কান দিই না। কখনোই তাকে ক্রিকেট খেলা বন্ধ করতে বলব না।”

এই গল্প রাজস্থানের এক সাধারণ মেয়েকে অসাধারণ করে তোলার উদাহরণ।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য