clock ,

  ব্রেকিং নিউজ
clock
রেললাইনে বসে পাবজি খেলার সময় ট্রেনে কাটা পড়ল ৩ কিশোর

রেললাইনে বসে পাবজি খেলার সময় ট্রেনে কাটা পড়ল ৩ কিশোর

ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারন জেলায় রেললাইনের ওপরে বসে একমনে মোবাইল গেম খেলছিল তিন কিশোর। তিন জনেরই কানে ছিল হেডফোন। বাইরের জগতে কী হচ্ছে না হচ্ছে, সে বিষয়ে কারও খেয়াল ছিল না। আচমকা ট্রেন এসে পড়ায় রেললাইনের ওপরেই মৃত্যু হয়েছে তিনজনের। তাদের শরীরের ওপর দিয়ে চলে গেছে ট্রেনের চাকা। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যম বলছে, বিহারের পশ্চিম চম্পারন জেলায় ঘটা এই মর্মান্তিক ঘটনায় নিহত তিন কিশোর হচ্ছে ফুরকান আলম, সমীর আলম এবং হাবিবুল্লাহ আনসারী। পুলিশ সূত্রে জানা গেছে, তারা তিনজনেই রেললাইনের ধারের বস্তি এলাকার বাসিন্দা। অবশ্য ঠিক কোন পরিস্থিতিতে এমন দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রেললাইনের একেবারে মাঝ বরাবর বসেছিল তিন কিশোর। কানে হেডফোন দিয়ে মোবাইল গেমে বুঁদ হয়ে ছিল তারা। দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের শব্দও তাই শুনতে পায়নি তারা। ট্রেন একেবারে কাছে চলে আসার পর আর কিছু করার ছিল না। ফলে তিনজনই একসঙ্গে ট্রেনে কাটা পড়ে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান ওই কিশোরদের পরিবারের সদস্যরা। লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশও। এ বিষয়ে এসডিপিও বিবেক দীপ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন তারা।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য