clock ,

রাজকীয় সম্মান পায় স্কটল্যান্ডের পেঙ্গুইন

রাজকীয় সম্মান পায় স্কটল্যান্ডের পেঙ্গুইন

স্যার নিলস ওলাভ তৃতীয়’—বিশ্বের সর্বোচ্চ পদমর্যাদার পেঙ্গুইন! ২১ বছর বয়সী এই কিং পেঙ্গুইন স্কটল্যান্ডের এডিনবার্গ চিড়িয়াখানার বাসিন্দা এবং নরওয়েজিয়ান কিং গার্ডের শুভেচ্ছা মাস্কট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাধারণ পেঙ্গুইন থেকে রাজকীয় উপাধি পাওয়া নিলস ওলাভের যাত্রা বেশ অনন্য

১৯৭২: প্রথমে ল্যান্স কর্পোরাল হিসেবে নিযুক্ত হন। এরপর কর্পোরালসার্জেন্টরেজিমেন্টাল সার্জেন্ট মেজর।  ২০০৮ সালে নরওয়ের রাজা হ্যারাল্ড পঞ্চম নাইটহুড দেন এবং ২০২৩ সালে অবশেষে মেজর জেনারেল পদে উন্নীত হন।

এডিনবার্গ চিড়িয়াখানার এনিম্যাল টিম লিডার অ্যালিসন ম্যাকলিন বলেন, "স্যার নিলস অত্যন্ত নাটুকে স্বভাবের পেঙ্গুইন। নরওয়েজিয়ান গার্ডের সদস্যরা চিড়িয়াখানায় এলে সে আনন্দের সঙ্গে তাঁদের সঙ্গে ঘুরে বেড়ায়।"

স্যার নিলস ওলাভের সম্মাননা

ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি এডিনবার্গ চিড়িয়াখানার বাইরে স্থাপন। একটি অনুরূপ মূর্তি নরওয়ের কিং গার্ডের ঘাঁটিতে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি!

স্যার নিলস ওলাভ শুধু একজন মাস্কট নন, বরং তিনি রাজকীয় মর্যাদার প্রতীক

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য