যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে সরকারি এজেন্টের গুলিতে এক মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের নাম অ্যালেক্স প্রেট্টি (৩৭)। তিনি পেশায় নার্স ছিলেন।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম দাবি করেছেন, এজেন্টরা আত্মরক্ষার্থে গুলি ছোড়েন। তবে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এই দাবি “মিথ্যা ও অবিবেচক” বলে উল্লেখ করেছেন। আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মিনিয়াপোলিসের মেয়র ও গভর্নর উসকানি সৃষ্টি করছেন।
এই ঘটনাটি ঘটেছে মাত্র তিন সপ্তাহের মধ্যে একই শহরে সরকারি এজেন্টের গুলিতে আরেক মার্কিন নাগরিকের মৃত্যু হওয়ার পর। চলতি মাসের শুরুতে মিনিয়াপোলিসে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টের গুলিতে রেনি নিকোল গুড নামের এক নারী নিহত হন। তখনও প্রশাসনের দাবি ছিল, গুড আইসিই এজেন্টদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করেন এবং এক এজেন্ট আত্মরক্ষায় গুলি করেন।
হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিসের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে বর্ডার পেট্রোলের অভিযান চলাকালীন একজন সন্দেহভাজন ৯ মিমি সেমি অটোমেটিক হ্যান্ডগান নিয়ে এগিয়ে আসে। এজেন্টরা তাকে নিরস্ত্র করতে গেলে তিনি সহিংস হয়ে ওঠেন। নিজে ও সহকর্মীদের নিরাপত্তা ঝুঁকিতে দেখায় একজন এজেন্ট গুলি ছোড়েন। পরে ঘটনাস্থলে চিকিৎসকরা তাকে চিকিৎসা দেয়, কিন্তু তাকে মৃত ঘোষণা করা হয়।
মুখপাত্র জানান, সন্দেহভাজনের কাছে দুটি ম্যাগাজিন ছিল। এরপর বিক্ষোভকারীরা ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেন এবং তাদের হেনস্থা করেন।
ঘটনার পর মিনিয়াপোলিসে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা আইসিই কর্মকর্তাদের অপসারণের দাবি তুলেন। পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ব্যবহার করে।
এ ধরনের বিক্ষোভ ইতিমধ্যে কয়েকদিন ধরে চলছিল। বিশেষ করে দুই সপ্তাহ আগে একই শহরে ফেডারেল এজেন্টের গুলিতে একজন নারীর মৃত্যুর পর থেকে পরিস্থিতি উত্তপ্ত। এরপর মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এজেন্টদের শহর ছাড়ার দাবি জানান।
ডেমোক্রেট
সদস্যরা এ হত্যাকাণ্ডের তীব্র
নিন্দা জানিয়েছেন এবং আইসিই এজেন্টদের
মিনেসোটা ত্যাগের দাবি তুলেছেন। কংগ্রেস
সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ সামাজিক মাধ্যমে লিখেছেন, “প্রকাশ্য দিবালোকে একজন মাকে গুলি
করে হত্যার দুই সপ্তাহ পর
আবারও একজনকে গুলি করা হলো।”
কংগ্রেসের সংখ্যালঘু দলের নেতা হাকিম
জেফরিস জড়িত এজেন্টদের জবাবদিহিতার
আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
কংগ্রেস সদস্য জেসমিন ক্রোকেট বলেছেন, ট্রাম্পের উচিত অযোগ্য ও
সহিংস এজেন্টদের মিনেসোটা থেকে সরিয়ে দেওয়া।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?