clock ,

যুক্তরাষ্ট্রে দুই বছরের শিশুকে আটক করল অভিবাসন কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রে দুই বছরের শিশুকে আটক করল অভিবাসন কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযানে দুই বছরের এক শিশুকন্যাকে তার বাবার সঙ্গে আটক করেছে অভিবাসন কর্মকর্তারা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মিনিয়াপোলিসে তাদের আটক করে টেক্সাসে পাঠানো হয়। পরে এক ফেডারেল বিচারকের আদেশে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তীব্র সমালোচনা উদ্বেগ তৈরি হয়েছে।

আদালতের নথি পরিবারের আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মিনিয়াপোলিসে দোকান থেকে ফেরার সময় শিশুটির বাবা এলভিস জোয়েল টে এবং তার দুই বছর বয়সী মেয়ে আটক হন। সন্ধ্যার মধ্যে এক ফেডারেল বিচারক শিশুটিকে রাত সাড়ে ৯টার মধ্যে মুক্তি দিতে নির্দেশ দেন। তবে ওই আদেশ অমান্য করে কর্তৃপক্ষ বাবা মেয়েকে টেক্সাসের একটি অভিবাসন আটক কেন্দ্রে পাঠায়।

পরের দিন (শুক্রবার) তাদের মিনেসোটায় ফিরিয়ে আনা হয়। শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলেও বাবা এখনও আটক রয়েছেন।

পরিবারের আইনজীবী ইরিনা ভায়নারম্যান বলেন, “এই ঘটনা কল্পনার বাইরে; নিষ্ঠুরতা ভাষায় প্রকাশ করার মতো নয়।

আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, কর্মকর্তারা কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই বাড়ির আঙিনা গাড়ির কাছে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, শিশুটি গাড়ির ভেতরে থাকা অবস্থায় এক কর্মকর্তা গাড়ির কাচ ভেঙে ফেলেন এবং শিশুটিকে এমন একটি গাড়িতে তোলা হয়, যেখানে শিশু আসন ছিল না।

আইনজীবীরা দাবি করেছেন, শিশুটির মা ঘরের ভেতরে ছিলেন এবং মেয়েকে নিতে প্রস্তুত ছিলেন, কিন্তু কর্মকর্তারা তাকে তার মায়ের কাছে পৌঁছতে দেননি।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) বলেছে, মা শিশুটিকে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেনযা পরিবার তাদের আইনজীবীরাসম্পূর্ণ মিথ্যাবলে উল্লেখ করেছেন।

ডিএইচএস এক বিবৃতিতে জানায়, এটি ছিল একটিটার্গেটেড এনফোর্সমেন্ট অপারেশন তারা বাবাকেঅবৈধ অভিবাসীউল্লেখ করে দাবি করেছে, তিনি আগে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পুনঃপ্রবেশ করেছিলেন এবং শিশুকে নিয়ে বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন।

ফেডারেল বিচারক তার আদেশে বলেন, শিশুটিকে আটক রাখলেঅপূরণীয় ক্ষতির ঝুঁকিরয়েছে এবং সরকারের অবস্থান টেকা নয়। বিচারক বলেন, “এই শিশুর কোনো অপরাধমূলক ইতিহাস নেই।

তবুও, বিচারকের নির্দেশের কিছুক্ষণ পরই বাবা মেয়েকে টেক্সাসগামী বিমানে তোলা হয়।

সম্প্রতি মিনেসোটায় পাঁচ বছর বয়সী এক শিশুকে আটক করা হয়েছিল। এসব ঘটনায় ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতির কঠোরতা নিয়ে দেশ-বিদেশে সমালোচনা বাড়ছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য