clock ,

মালয়েশিয়ার সংশোধিত ময়লা ফেলা-বিরোধী আইনে প্রথম অভিযুক্ত বাংলাদেশি

মালয়েশিয়ার সংশোধিত ময়লা ফেলা-বিরোধী আইনে প্রথম অভিযুক্ত বাংলাদেশি

মালয়েশিয়ায় জানুয়ারি থেকে কার্যকর হওয়া সংশোধিত ময়লা ফেলা-বিরোধী আইনে প্রথমবারের মতো দুই বিদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের একজন বাংলাদেশি এবং অন্যজন ইন্দোনেশীয় নাগরিক। খবরটি জানিয়েছে অনলাইন মাধ্যম এশিয়া ওয়ান

অভিযুক্ত বাংলাদেশি নাগরিকের নাম সুলতান এমডি (২৮) এবং ইন্দোনেশীয় নাগরিক আনিতা লুকমান (৪৯) তাদেরকে জানুয়ারি জোহর বাহরু শহরের কেন্দ্রে ময়লা ফেলার অভিযোগে ২৩ জানুয়ারি আদালতে হাজির করা হয়।

আদালতে আনিতা লুকমান অভিযোগ স্বীকার করেন। তার বিরুদ্ধে ৫০০ রিঙ্গিত জরিমানা ধার্য করা হয়। জরিমানার টাকা না দিলে তাকে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া আদালত তাকে ছয় মাসের মধ্যে ছয় ঘণ্টার কমিউনিটি সার্ভিস (সামাজিক সেবা) সম্পন্ন করার নির্দেশ দেন।

অপর অভিযুক্ত সুলতান এমডি অভিযোগ পুরোপুরি বুঝতে না পারায় আদালতে দোভাষীর ব্যবস্থা চেয়েছেন। তার মামলাটি শুনানির জন্য ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।

এদিকে, মালয়েশিয়ার সলিড ওয়েস্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং ম্যানেজমেন্ট করপোরেশন (এসডব্লিউ কর্প) জানায়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশজুড়ে ময়লা ফেলার অপরাধে ৪১৮টি নোটিশ জারি করা হয়েছে। এর মধ্যে ১০৩ জন বিদেশি নাগরিক এসডব্লিউ কর্পের প্রধান নির্বাহী খালিদ মোহামেদ বলেন, ডেপুটি পাবলিক প্রসিকিউটর ১০৩ জনের মধ্যে ৯৯ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছেন। এর মধ্যে ১৫টি মামলা শিগগিরই আদালতে তোলা হবে

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য