জেলের মাইক হঠাৎ বেজে উঠে, ডাক আসলো জেল গেট মোঃসাদ্দাম বাগেরহাট সদর থানা আপনার জরুরি সাক্ষাৎ আছে, আপনি গেটে আসুন। সাদ্দাম গেটে আসলো, গেটের প্রথম দরজা খোলার পরেই দেখলো একটা এম্বুলেন্স দাঁড়িয়ে আছে। পুলিশের একজন জানালো ঘটনাটি এবং সাদ্দামকে মাত্র ৫ মিনিট সময় দেয়া হয়েছে শিশু সন্তান ও স্ত্রীকে দেখতে...
দেশজুড়ে
আলোচিত বাগেরহাটে নিহত গৃহবধূ কানিজ
সুবর্ণা স্বর্ণালী (২২) ও নয়
মাস বয়সী শিশু সন্তান নাজিফের
দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাত ১২টার দিকে
সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে স্বর্ণালীর বাবার বাড়ির কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়
মা-ছেলেকে। এর আগে স্থানীয়
ঈদগাহ মাঠে রাত ১১
টা ২০ মিনিটে তাদের
জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানা যায়, স্বর্ণালী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। জুয়েল বর্তমানে যশোর জেলা কারাগারে আছেন। বাগেরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে মা ও ছেলের মরদেহ সাবেকডাঙ্গা গ্রামে সুবর্ণার বাবার বাড়িতে আনা হয়। সেখানে গোসল শেষে বিকেল সোয়া চারটার দিকে লাশবাহী গাড়িতে করে যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় তাদের মরদেহ। সেখানে স্ত্রী-সন্তানের লাশ শেষবারের মতো দেখেন সাদ্দাম। কারা কর্তৃপক্ষ জানায়, মানবিক দিক বিবেচনা মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে জুয়েলের পরিবারের ছয় সদস্যকে কারা ফটকে প্রবেশ করতে দেওয়া হয়।
এর আগে গত শুক্রবার দুপুরে সাদ্দামের বাড়ি থেকে স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ ও ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসান নাজিফের নিথর দেহ উদ্ধার হয়।
এ ঘটনায় সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
প্যারোলের বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘প্যারোলের একটি আবেদন নিয়ে আসে, তাদের বুঝিয়ে বলা হয়েছে। যেহেতু সে আছে যশোরের কারাগারে, আবেদন করতে হবে সেখানকার (যশোরের) জেলা প্রশাসক বা জেল সুপারের কাছে। আমরা সে বিষয়ে যশোরে বলেও দিয়েছিলাম।’
গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ
থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। তখন
থেকেই বিভিন্ন মামলায় কারাগারে আছেন তিনি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?