clock ,

ভোট ছাড়াই দেশে ফিরেছে ১১ হাজারের বেশি পোস্টাল ব্যালট

ভোট ছাড়াই দেশে ফিরেছে ১১ হাজারের বেশি পোস্টাল ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোটে প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ১১ হাজারের বেশি ব্যালট ভোট প্রদান ছাড়াই দেশে ফিরে এসেছে। শুক্রবার নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট–সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ইসির তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজার ৯৫৪টি ব্যালট প্রবাসী ভোটারদের হাতে পৌঁছেছে। ভোটাররা ৪ লাখ ৫৪ হাজার ৮৭২টি ব্যালটে ভোট প্রদান করেন। এসবের মধ্যে ৪ লাখ ৭ হাজার ৫৩৩টি ব্যালট ডাকযোগে ফেরত এসেছে।

ইসি জানায়, বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৫ হাজার ৩৪১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভোটারদের কাছে সরবরাহ করা সম্ভব না হওয়ায় ১১ হাজার ২২৬টি পোস্টাল ব্যালট ভোট ছাড়াই দেশে ফেরত এসেছে।

এদিকে দেশে ও দেশের বাইরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটারের সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য