clock ,

ভিসা বন্ধে ভারতে যাত্রী পারাপার কমেছে ৮০ ভাগ

ভিসা বন্ধে ভারতে যাত্রী পারাপার কমেছে ৮০ ভাগ

ভারতীয় ভিসা বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে যাত্রী চলাচল প্রায় ৮০% হ্রাস পেয়েছে। আগের তুলনায় যাত্রীসংখ্যা কমে যাওয়ায় ভ্রমণ কর বাবদ রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি, ভারত থেকে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় বন্দরের সামগ্রিক রাজস্ব অর্ধেকে নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে প্রতিদিন গড়ে দেড়শজন যাত্রী আখাউড়া স্থলবন্দর ব্যবহার করছেন। যার বেশির ভাগই ভারতীয়। কিছু মেডিকেল ভিসার যাত্রীর পাশাপাশি যাদের ট্যুরিস্ট বা বিজনেস ভিসার মেয়াদ রয়েছে, তারাই এখন ভারত গমনাগমন করছেন। গত বছরের  জুলাই মাসে বন্দর দিয়ে ভারত থেকে যাত্রী আসে ১০ হাজার ১১৯ জন। আর ভারত গমন করে ১১ হাজার ৮৩৭ জন। আগস্ট মাসে আগমনের সংখ্যা দাঁড়ায় ৩৯৭০ জন, বহির্গমন ৪৪০৯ জন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ডিসেম্বর মাসে যাত্রী পারাপার বাড়লেও বছরের জানুয়ারি মাসে তা আবার অনেক হ্রাস পেয়েছে। এই মাসে ভারত থেকে এসেছেন ৩৩৭০ জন এবং বহির্গমন করেছেন ৩৫২৯ জন। 
অর্থবছর হিসেবে ২০২৩-২৪ অর্থবছরে আখাউড়া স্থলবন্দর গিয়ে ভারত গমনাগমন করেছেন লাখ হাজার ১৯ জন যাত্রী। ওই অর্থবছর ভ্রমণ কর বাবদ রাজস্ব আয় হয় ১৩ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরে গত জানুয়ারি পর্যন্ত যাত্রী পারাপার হয়েছেন ৭৪ হাজার ৮৪ জন। সময় রাজস্ব আয় হয়েছে কোটি ৫৬ লাখ ৩২ হাজার টাকা। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, বর্তমানে যাত্রী পারাপার একেবারেই নিম্নগামী। অলরেডি ৮০ পার্সেন্ট কম হয়ে গেছে। প্রতিদিন আসা-যাওয়া মিলিয়ে ৪০-৪৫ জন হয়। দুদেশের মিলিয়ে সেটি ২০০ এর মতো হবে। শুল্ক বিভাগ জানিয়েছে, ভারত থেকে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় যাত্রীদের ভ্রমণ করই রাজস্ব আয়ের প্রধান মাধ্যম এই বন্দরে। সেটিও ক্রমশ কমছে। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. ইমরান হোসেন বলেন, আখাউড়া স্থলবন্দরের রেভিনিউ ইনকামের প্রধান মাধ্যম হচ্ছে ইমপোর্ট এবং যাত্রী। আমরা ইমপোর্ট বাবদ বছর খুব সামান্য পরিমাণ রেভিনিউ পেয়েছি। জিরা আমদানি হয়েছে। যা থেকে কিছু রেভিনিউ এসেছে। জুলাই-আগস্ট বিপ্লবের আগ পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে -৬শজন যাতায়াত করতো। আমাদের যাত্রীপ্রতি হাজার টাকা রেভিনিউ ইতিমধ্যে কমতে শুরু করেছে। কারণে সামগ্রিকভাবে আখাউড়া স্থলবন্দরের যে রাজস্ব সেটা দিন দিন কমে যাচ্ছে।  

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য