জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ম্যানহাইমে একটি বেপরোয়া গাড়ি হামলায় দুইজন নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন। জার্মান কর্তৃপক্ষ এই ঘটনাকে ইচ্ছাকৃত আক্রমণ হিসেবে উল্লেখ করলেও, তারা নিশ্চিত করেছে যে এটি রাজনৈতিক বা ধর্মীয়ভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল না।
সোমবার রাতে, ৮৩ বছর বয়সী এক নারী ও ৫৪ বছর বয়সী এক পুরুষ প্রাণ হারান। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় ম্যানহাইম শহরের রাস্তায় সাধারণ মানুষের প্রচুর ভিড় ছিল। হঠাৎ করেই বেপরোয়া গতির একটি গাড়ি জনতার ওপর উঠে যায়। এতে অনেক পথচারী এদিক-ওদিক ছিটকে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার পরই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ৩০ জন স্থানীয় একটি দোকানে আশ্রয় নেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটকের চেষ্টা চালায় এবং শহরজুড়ে লাল সতর্কতা জারি করা হয়। পরে পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
জার্মান পাবলিক প্রসিকিউটর রোমিও শুসলার জানিয়েছেন যে, সন্দেহভাজন ব্যক্তি মানসিক অসুস্থতায় ভুগছিলেন—এমন কিছু প্রমাণ পাওয়া গেছে। পুলিশ তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে। জানা গেছে, তিনি রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের ৪০ বছর বয়সী এক জার্মান নাগরিক।
ম্যানহাইমের মেয়র ক্রিশ্চিয়ান স্পেচ বলেন, “শান্তিপ্রিয় মানুষের ওপর এই জঘন্য এবং অমানবিক হামলায় আমরা গভীরভাবে মর্মাহত।” তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ ধরনের গাড়ি হামলার ঘটনা জার্মানিতে নতুন নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে মিউনিখে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে ম্যাগডেবার্গ শহরে ক্রিসমাস মার্কেটে একই ধরনের হামলা হয়। সেসময় একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে ২ জন নিহত হন এবং ৬০ জন আহত হন।
জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতা ও পরবর্তী চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ বলেছেন, “সাম্প্রতিক মাসগুলোতে জার্মানিতে এমন ঘটনার সংখ্যা বাড়ছে। আমাদের দেশকে আবারও নিরাপদ করতে হবে। আমরা দৃঢ়তার সাথে এই লক্ষ্যে কাজ করবো।”
এ ঘটনার পর জার্মান পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলো বিপজ্জনক অঞ্চলগুলোতে নজরদারি বৃদ্ধি করেছে। স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?