ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে মহারাষ্ট্রের নালাসোপরা এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে ঘাটপোকর থানার পুলিশ।
মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা নালাসোপরার আঁচোল এলাকায় অবৈধভাবে বসবাস করছিল। আগের মাসে আহমেদ মিয়া শেখ নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে এই ১৩ জনের বিষয়ে তথ্য পায় তদন্তকারী কর্মকর্তারা। জানা যায়, তারা নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছিল। অভিযানে চার নাবালকসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের কাছে বৈধ কোনো নথিপত্র পাওয়া যায়নি।
ঘাটপোকার থানার সিনিয়র কর্মকর্তা অবিনাশ কালদাটে জানান, এই ব্যক্তিরা প্রথমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। পরে ট্রেনে করে মহারাষ্ট্রে চলে আসে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
একই দিনে মহারাষ্ট্রের উল্লাসনগর ক্রাইম ব্রাঞ্চ ঢাকার বাকরা বাজার এলাকার বাসিন্দা মীনা মুজিদ খান (৩০) এবং মাহমুদ খান আসাদ খান (২৭) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। এই দম্পতি গত ১০ বছর ধরে আশেলাগাঁও এলাকার নিউ সাইবাবা কলোনিতে বসবাস করছিল।
পুলিশ জানায়, তারা ভুয়া ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে এলাকায় বসবাস করছিল। মীনা স্থানীয় একটি হোটেলে বাসন মাজার কাজ করতেন এবং মাহমুদ রাস্তায় জিনিস ফেরি করতেন। অভিযোগের ভিত্তিতে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?