clock ,

বিএনপিকে সুযোগ পেলেই ছুরিকাঘাতের চেষ্টা করে এক দল: রিজভী

বিএনপিকে সুযোগ পেলেই ছুরিকাঘাতের চেষ্টা করে এক দল: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জিয়াউর রহমানের উদারতার কারণে একসময় নিষিদ্ধ থাকা একটি রাজনৈতিক দল রাজনীতি করার সুযোগ পেয়েছিল, অথচ সেই দলটি সুযোগ পেলেই বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে ছাত্রদলকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, জামায়াতের ছাত্রসংগঠনের কেউ কেউ অভিযোগ করে যে জাতীয়তাবাদী ছাত্রদলের ভেতরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যায়। কিন্তু বাস্তবতা হলো, ছাত্রশিবিরের বর্তমান অনেক নেতাই একসময় ছাত্রলীগের পদধারী ছিলেন। অনেকেই বিএনপিকে "কিংস পার্টি" বলেন, যা সত্য নয়। জিয়াউর রহমান ক্ষমতায় থেকেও রাজনৈতিক দল গঠন করেছিলেন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এবং দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে।

আগামীতে সংস্কৃতিচর্চায় কোনো বাধা আসবে না উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশের সব সাংস্কৃতিক কার্যক্রম চলবে, কোনো কিছুই বন্ধ করা যাবে না। পরিকল্পিতভাবে আমাদের সংস্কৃতিকে রোধ করা সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য