ছোট্ট খুকু আজকে তোমার কি চাই শুধু বলো,
বসন্তের এই আজ বিকেলে আমার সাথে চলো।
প্রজাপতির দুটি পাখা তোমার কি তাই চাওয়া,
ফুলে ফুলে ঘুরে ঘুরে ফুলের মধু খাওয়া।
কোকিল ঠোঁটে বসন্ততে গাইছে যেমন গান,
তুমিও কি তারই মত ধরবে কলতান।
ঐ আকাশে উড়ছে পাখি মুক্ত ডানা মেলে,
তুমিও কি তারই মত উড়বে ছোট্ট ছেলে।
পাহাড় বুকে ঝরনা নামে স্বচ্ছ পানির ধারা-
নীল আকাশের উদারতা,তোমার কি তাই চাওয়া।
রং-বেরঙের ফুলের বাহার ফুলের বাগান জুড়ে,
জীবন সাজাও তুমি তোমার,ফুলের মত করে।
হতে চাও কি অনেক বড় জ্ঞানী গুনির মত,
করতে হবে তোমার তবে-ভালো কাজ যত।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?