clock ,

বনশ্রীতে গুলি করে স্বর্ণালংকার লুটের ভিডিও ভাইরাল

বনশ্রীতে গুলি করে স্বর্ণালংকার লুটের ভিডিও ভাইরাল

রাজধানীতে নিজ বাসার সামনে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ছুরিকাঘাত করে সোনা টাকা ছিনিয়ে নিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। রোববার (২৩ ফেব্রুয়ারি) বনশ্রী এলাকায় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার মো. ফয়েজ ইকবাল বলেন, 'রাত ১০টা ৪৫ মিনিটের দিকে মোটরসাইকেলে করে হেলমেট পরা জনের একটি সশস্ত্র দল ওই ব্যক্তিকে ঘিরে ধরে বাসার সামনে তাকে ছুরিকাঘাত গুলি করে।' ভুক্তভোগী আনোয়ারুল ইসলাম অলংকার জুয়েলার্স-এর মালিক। পুলিশ জানিয়েছে, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয়। ছিনতাইকারীরা তার ওপর একাধিক রাউন্ড গুলি করে। এর মধ্যে অন্তত একটি গুলি তার শরীরে আঘাত করে। এছাড়া তার পিঠে পায়ে ছুরিকাঘাতে জঘম করেছে ছিনতাইকারীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত অবস্থায় মো. আনোয়ারকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। তার শরীরে চারটি গুলি লেগেছে।


ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির যথার্থতা নিশ্চিত করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো ভিডিওটি ৩২ সেকেন্ডের। ভিডিওটি ঘটনাস্থলের কোনো ভবনের ওপরের দিক থেকে তোলা বলে মনে হয়।

ব্যাপক চিৎকার-চেঁচামেচি দিয়ে ভিডিওটি শুরু হয়। ভিডিওর পুরোটা সময়জুড়ে চিৎকার-চেঁচামেচি শোনা যায়। ভিডিওর শুরুর দিকে যাঁর চিৎকার বেশি শোনা যাচ্ছিল, তিনি সম্ভবতভুক্তভোগীব্যক্তি। তিনি আম্মা গোবলে বারবার চিৎকার করছিলেন।


ভিডিওটিতে দেখা যায়, রাতের বেলা একটি বাসার সামনে এক ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করছেন একজন। তাঁদের একজন নিচে, অপরজন ওপরে। তাঁদের পাশে দাঁড়ানো ছিলেন দুই ব্যক্তি। দুজনেরই মাথায় হেলমেট। একজনের মাথায় কালো রঙের হেলমেট, অপরজনের লাল রঙের হেলমেট। তিনটি মোটরসাইকেল কাছে এসে দাঁড়ায়। তখন তিনটি মোটরসাইকেলে মোট চারজন আরোহী ছিলেন। একটিতে চালকসহ দুজন আরোহী ছিলেন। দুটি মোটরসাইকেল কাছেই দাঁড়িয়ে থাকে। অপরটি একটু সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। ধস্তাধস্তিতে নিচে পড়া ব্যক্তির হাত থেকে ব্যাগের মতো দেখতে কিছু একটা ছিনিয়ে নেন কালো হেলমেট পড়া ব্যক্তি। একজনের সঙ্গে ধস্তাধস্তির মধ্যেভুক্তভোগীব্যক্তিকে লক্ষ্য করে কিছুটা দূর থেকে গুলি করেন লাল হেলমেট পরা ব্যক্তি। তখনো একজনের সঙ্গে ভুক্তভোগীর ধস্তাধস্তি চলছি। গুলির পর ভুক্তভোগী ব্যক্তি তাঁর হাতে ছাড়িয়ে পেছনের দিকে দ্রুত সরতে থাকেন।ব্যাগ ছিনিয়ে নেওয়া ব্যক্তি কিছু দৌড়ে গিয়ে একদম সামনে থাকা মোটরসাইকেলটির পেছনে চেপে বসেন।লাল হেলমেট ধারীসহ অন্য দুজন আরেকটি মোটরসাইকেলের পেছনে বসেন। পরে মোটরসাইকেল তিনটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

মোটরসাইকেল তিনটি চলে যাওয়ার পর ভিডিওতে কাউকে প্রশ্ন করতে শোনা যায়, ছিনতাইকারী...ছিনতাইকারী? তখন আরেকজন বলেন, হ্যাঁ, ছিনতাইকারী।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য