ফ্রান্স সরকার আনুষ্ঠানিকভাবে ইমামতিকে একটি পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এটিকে দেশটির কর্মসংস্থান সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ফলে ইমামদের কাজকে এখন থেকে প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে। (সূত্র: এএফপি)
নতুন এই স্বীকৃতির ফলে ইমামদের জন্য চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা গড়ে তোলা হবে। মঙ্গলবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো এই ঘোষণা দেন। তিনি বলেন,“এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ, যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামের ভূমিকাকে সরকারি স্বীকৃতি দিল।”
এই ঘোষণাটি এসেছে ফরাসি ইসলাম ফোরামের (FORIF) দ্বিতীয় বৈঠকের সমাপনী অধিবেশনে। FORIF হলো ফ্রান্সের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের একটি সরকারি উদ্যোগ। এই সিদ্ধান্তের ফলে ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় কাঠামো আরও সুসংহত হবে বলে ধারণা করা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?