প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের "আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই"—এই বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার রাত ২টায় হল এলাকা থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা, যা টিএসসি গিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রেসিডেন্ট কমফোর্ট ইরোর নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশের আদালতে বিচার হবে।
সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নেমে আসে। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। ঢাবির বিক্ষোভকারীরা দাবি করেছেন, প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে, অন্যথায় তারা আরও বড় আন্দোলনে যাবেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?